• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বামীর অ্যাম্বুলেন্স ভাড়া মেটাতে যা করলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মে ২০২১, ২১:২৩
প্রতীকী ছবি।

ভারতে বর্তমান করোনা পরিস্থিতিতে দিশে হারা মানুষ। সংক্রমণ ও মৃত্যু বাড়ার সঙ্গে সঙ্গে পরিষেবা নিয়ে সমস্যা বেড়েই চলেছে। এবার দাদাগিরির অভিযোগ উঠলো অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ৬ ঘণ্টার জন্য ৩৩ হাজার রুপি দাবি করেন ওই অ্যাম্বুলেন্স চালক। উপায় না পেয়ে বাধ্য হয়ে গয়না বন্ধক রেখে ভাড়া মেটান ওই বধূ।

হুগলির উত্তরপাড়ার বাসিন্দা ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরেই অসুস্থ। উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে স্বামীকে কলকাতার অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন ওই নারী। অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক হয় ১২ হাজার রুপি।

কিন্তু কলকাতার একাধিক হাসপাতালে ঘুরেও বেড পাননি তারা। এক পর্যায়ে বাধ্য হয়ে অসুস্থ স্বামীকে উত্তরপাড়া ফিরিয়ে নিয়ে যান তিনি। অ্যাম্বুলেন্স চালক ভাড়া বাবদ দাবি করেন ৩৩ হাজার রুপি। কিন্তু এতো অর্থ তার কাছে নেই, অ্যাম্বুলেন্স চালককে বোঝানোর চেষ্টা করেন ওই বধূ। তাতে কাজ হয়নি। শেষ পর্যন্ত গয়না বন্ধক দিয়ে অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাতে বাধ্য হন তিনি।

এ ব্যাপারে অ্যাম্বুলেন্সের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে চালকের সঙ্গে কথা বলবেন এমন আশ্বাস দিয়েছেন। তবে এই প্রথম নয় দেশটিতে পরিস্থিতির সুযোগ নিয়ে কয়েকগুণ ভাড়া হাতিয়ে নিচ্ছেন চালক। যা করোনা পরিস্থিতিতে আরও বেড়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh