• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের গোয়ায় অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২১, ১৬:০৫
Goa's oxygen crisis claims 74 lives in four days
সংগৃহীত

ভারতের গোয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (জিএমসিএইচ) বৃহস্পতিবার দিনগত রাতে অক্সিজেনের অভাবে আরও ১৩ রোগীর মৃত্যু হয়েছে। এর একদিন আগেই এই হাসপাতালে অক্সিজেনের অভাবে ১৫ জনের মৃত্যু হয়েছিল।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। কোভিড-১৯ ওয়ার্ডে অক্সিজেন লেভেল কমে যাওয়ার পর তাদের মৃত্যু হয়। ফলে চারদিনে জিএমসিএইচে অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

এই ব্যক্তিদের মৃত্যুর জন্য ‘লজিস্টিক ইস্যুকে’ দুষছে রাজ্যের কর্তৃপক্ষ। গত মঙ্গলবার প্রথমবার ২৬ জন মারা যায় এই হাসপাতালে। পরদিন ২০ জন এবং বৃহস্পতিবার আরও ১৫ জনের মৃত্যু হয়। সবশেষ শুক্রবার ১৩ জনের মৃত্যু হলো।

এ ঘটনায় শুক্রবার একটি তদন্ত কমিটি নিয়োগ দিয়েছে সরকার। কেন গোয়ার শীর্ষ হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিয়ে এই সংকট দেখা দিয়েছে। তিন সদস্যের এই কমিটি অক্সিজেন সংক্রান্ত যাবতীয় বিষয় দেখভাল এবং সরকারের কাছে সুপারিশ করবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আঙ্গুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষীদের
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
X
Fresh