• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

একই সময়ে কেঁপে উঠলো মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২১, ১৫:১০
একই সময়ে কেঁপে উঠলো মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
প্রতীকী ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে ৬ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানায়, মালয়েশিয়ার নিকটতম প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একই ভূমিকম্প অনুভূত হয়েছে কুয়ালালামপুর ও সুমাত্রায়।

ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে ভূমির ১০ কিলোমিটর গভীর এলাকা থেকে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের। তবে এই ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সুনামি বা জলোচ্ছাস প্রবণতা দেখা যায়নি বলে জানিয়েছেন তারা। ইন্দোনেশিয়ার সুমাত্রাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনো খবর মেলেনি।

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh