• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে একদিনে করোনায় মারা গেল আরও ৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মে ২০২১, ১১:৩৮

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। লাশের সারি বড় হতে হতে দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ হাজার জনের মৃত্যু হয়েছে। নতুন একদিনে শুনাক্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন।

শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপডেট তথ্যে বলা হয়েছে, গেল একদিনে ভারতে ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। সবশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এনিয়ে টানা তিন দিন দৈনিক মৃত্যু ৪ হাজার ছুঁয়েছে। করোনার জেরে দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬২ হাজার ৩১৭ জন।

এর আগে গেল ২৪ ঘণ্টায় ১৮ লাখ ৭৫ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন
X
Fresh