• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

১৫ ডিজাইনের বাইরে দেয়া যাবে না চুল ছাট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ এপ্রিল ২০১৭, ১৬:১২

উত্তর কোরিয়া নিয়ে বিশ্বজুড়েই উত্তেজনা। সাম্প্রতিক বিধ্বংসী পারমাণবিক পরীক্ষা নিয়ে দেশটি আবারো আলোচনা-সমালোচনায়। দেশটিতে ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে একদলীয় শাসন ব্যবস্থা চালু রয়েছে। উত্তোরাধিকার সূত্রে বর্তমান প্রেসিডেন্ট কিম জং উন।

সমাজতান্ত্রিক দেশটি নিয়ে বিশ্ব মিডিয়ায় বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। এখানে জনগণের জন্য রয়েছে নানা রকমের নিষেধাজ্ঞা। এমনকি দেশটির সাধারণ জনগণের জন্য প্রেসিডেন্ট কিমের দেয়া নির্দিষ্ট চুলের ছাট রয়েছে।

দেশটির সর্বোচ্চ নেতা প্রয়াত কিম ইল সুংয়ের ১০৫ তম জন্মবার্ষিকীতে যোগদিতে ফিনল্যান্ডের সাংবাদিক মিকা ম্যাকেলাইনেন উত্তর কোরিয়া সফর করছেন।

নিজের টুইটারে বিভিন্ন ছবি মিকা পোস্ট করছেন। চুলের কাট পরিবর্তনের জন্য সেলুনে গিয়ে একটি মজার তথ্য দিয়েছেন মিকা।

টুইটারে পোস্ট করা ছবিতে তিনি জানান, 'উত্তর কোরিয়ায় সমতা: নারী পুরুষদের জন্য ১৫টি করে চুলের কাট আছে। কিন্তু চুলে রং করার চেষ্টা করবেন না।'

এতে আরেকটি মজার তথ্য হচ্ছে ২০১৫ সালে কিম একটি অনুষ্ঠানে তরুণ সমাজকে তার নিজের চুলের কাট অনুসরণ করতে আদেশ দিয়েছিল।

মিকা ওই সেলুনে সবচে’ জনপ্রিয় স্টাইলটি দিয়ে চুল কাটান। কিন্তু প্রেসিডেন্ট কিমের হেয়ারকাট শুধু সেলুনেই নয় শহরের কোথাও চুলের সঙ্গে কোন পুরুষের চুলে মিল নেই।

এর আগে নারীদেরকে নিজ স্ত্রী রি সোল-জু’র চুলের কাট অনুসরণ করতে বলেন।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh