• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় করোনায় একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ১২ মে ২০২১, ২২:৪২

মালয়েশিয়ায় তৃতীয় দফায় করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। আজও দেশটিতে একদিনে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যা করোনা সংক্রমণের পর থেকে এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

নিয়মিত ব্রিফিং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি তানশ্রী নুর হিশাম আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন। এর আগে একদিনে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছিলো। এ নিয়ে দেশটিতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৬১ জন।

ডিজি জানান, আজ বুধবার নতুন করে সংক্রমিত হয়েছে ৪ হাজার ৭৬৫ জন। সাম্প্রতিক সময়ের মতো আজও সর্বোচ্চ ২ হাজার ৮২ জন সংক্রমণ হয়েছে সেলাঙ্গড় প্রদেশে।

পরিসংখ্যান বলছে দেশটিতে সুস্থতার হার বেশ ভালো। ৯০.৮ শতাংশ মানুষ ইতোমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের মতে আজ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ হাজার ১২৪ জন।

উল্লেখ্য, করোনা মহামারির তৃতীয় দফার সংক্রমণ ঠেকাতে আজ (১২ মে) থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। জনগণকে নিয়ন্ত্রিত জীবন-যাপনে বাধ্য করতে কঠোর চলছে নজরদারি।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
এক শ্রেণিতে ৫৫ জনের বেশি ভর্তি নয় : শিক্ষা প্রতিমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
জয়ের স্ত্রীর দাবি, সালমান শাহর মতোই তার স্বামীকে টার্গেট করা হলো
X
Fresh