• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুমির-হাতির যুদ্ধে জিতলো কারা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ এপ্রিল ২০১৭, ১৪:০১

শান্ত প্রকৃতি নিষ্ঠুর এবং আতঙ্কজনক হতে পারে। যদি কেই প্রমাণ চায় তাহলে অবশ্যই নিচের ভিডিওটি দেখতে হবে।

পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় হাতির পাল জঙ্গলের মধ্যে দিয়ে হেটে যাচ্ছিল। একটি জলাশয় সামনে আসতেই ওই হাতির পালের অন্যতম ছোট সদস্যের সুর কামড়ে ধরে একটি কুমির।

ভিডিওটি চলতি মাসের ১১ তারিখে আলেক্সান্ডার মাকাঙ্গা নামে এক ব্যক্তির আইডি থেকে ইউটিউবে আপলোড করা হয়। পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এতে দেখা যায় ছোট্ট হাতিটি কয়েকবার কুমির থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। যদিও তার চেষ্টা বৃথা যায়। এতে হাতির পালের সব সদস্যই ভয়ে পিছে চলে যায়।

পরে ওই হাতির পাল থেকে সবচে’ বড় হাতিটি এগিয়ে এসে কুমিরটিকে আক্রমণ করে। এতে কুমিরটি ছোট হাতিটিকে ছেড়ে দেয়। বড় হাতিটি কয়েকবার কুমিরটিকে আক্রমণ করার পর কুমিরটি পানিতে হারিয়ে যায়।

ইংল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার জানায়, মালাউই’র লিওন্দে ন্যাশনাল পার্কের ধারণ করা ওই ভিডিও আপলোডকারী মাকাঙ্গা বায়োমেডিকেল বিজ্ঞানী। প্রতিবেদনটি লিখা পর্যন্ত এটি ৬ লাখ ৫৮ হাজার ৬৫৯ বার দেখা হয়েছে।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh