• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালের চারতলার কার্নিশে ঝুলে ছিল করোনা রোগী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১৩:৪০
হাসপাতালের চারতলার কার্নিশে ঝুলে ছিল করোনা রোগী
সংগৃহীত ছবি

সকাল হতে না হতেই এক করোনা রোগীকে ঝুলতে দেখা গেল হাসপাতালের চারতলার কার্নিশে। ভোররাতে হাসপাতালের জানলা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি।

ঘটনা প্রতিবেশী দেশ ভারতের বাংলা রাজ্য পশ্চিমবঙ্গের। রাজ্যটির প্রধান শহর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটে এই ঘটনা।

জানা গেছে, প্রায় দেড় ঘণ্টা কার্নিশেই ঝুলে ছিল ওই রোগী। এই ঘটনায় হাসপাতালে হুলুস্থূল পড়ে যায়। দমকল ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা যেয়ে উদ্ধার করে ওই রোগীকে। পিপিই কিট পরে উদ্ধার করা হয় ওই রোগীকে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ওই বিল্ডিংয়ের নিচ থেকে লোকজন কার্নিশে ওই রোগীকে দেখতে পেয়ে হতচকিত হয়ে পড়েন।

তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান যে, কার্নিশ থেকে পা ঝুলিয়ে বসেছিল সে। এরপর সবাই ছুটে যায় সেখানে। সবাই মিলে বসে থাকতে বলেন তাকে।

বিপর্যয়কর্মীরা ওই রোগীকে উদ্ধার করে ওয়ার্ডে ফিরিয়ে দিয়েছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। সূত্র : এবিপি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh