• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
  ১৮ এপ্রিল ২০১৭, ১০:৪২

বিশ্বজুড়ে সমালোচনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে এবার প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

সোমবার বিবিসি’র এক সাক্ষাৎকারে এ হুমকি দেন উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী হান সং-রয়ল।

তিনি বলেন, এখন থেকে সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে পিয়ংইয়ং।

মার্কিন হামলা প্রতিরোধে দেশটির প্রস্তুতির কথা উল্লেখ করে হান বলেন, তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপের পরিণতি হবে সর্বাত্মক যুদ্ধ।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়া সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং। নিউইয়র্কে সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ার করে বলেন, নিজস্ব স্টাইলে যেকোনো ক্ষেপণাস্ত্র ও পরমাণু হামলার জবাব দেবে পিয়ংইয়ং।

তিনি বলেন, আমেরিকা বিশ্বশান্তিতে বিঘ্ন ঘটাচ্ছে। সার্বভৌম রাষ্ট্রগুলোকে আক্রমণ করছে।

এর আগে দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার ওপর কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়ানো হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh