• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশসহ তিন দেশের ফ্লাইটে নিষেধাজ্ঞা কুয়েতের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১১:৩০
বাংলাদেশসহ তিন দেশের ফ্লাইটে নিষেধাজ্ঞা কুয়েতের
ফাইল ছবি

করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশসহ চার দেশের যাত্রীবাহী বিমান প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম উপসাগরীয় দেশ কুয়েত। দেশগুলো হলো- বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে পণ্যবাহী কার্গো প্লেনগুলোকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনাকে উদ্ধৃত করে দ্য নিউজ অনলাইন এ তথ্য জানায়।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ওডিজিসিএ) বিবৃতিতে বলা হয়, চার দেশের নাগরিকরা যদি অন্য কোনো দেশের ফ্লাইটের মাধ্যমে কুয়েতে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অন্য দেশে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার সনদ সঙ্গে রাখতে হবে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল আরব আমিরাত আগামীকাল বুধবার থেকে এই চার দেশের ফ্লাইট নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

করোনাভাইরাসের পরিস্থিতি অবনতি হওয়ায় গতকাল সোমবার (১০ মে) বাংলাদেশসহ নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এরপর একইদিনে থাইল্যান্ড এ নিষেধাজ্ঞা দিয়েছিল।

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
ইরানের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিল ইইউ
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ
X
Fresh