• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলি পতাকা পোড়াতে গিয়ে গায়ে আগুন ধরে গেলো ইরানি ব্যক্তির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২১, ২০:০৩
Iranian man ironically catches fire while burning an Israeli flag
সংগৃহীত

ইসরায়েলি পতাকায় আগুন ধরিয়ে দেয়ার পর সেই আগুন এক ইরানি ব্যক্তির গায়ে লেগে গেছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। খবর জেরুজালেম পোস্টের।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি আগুন ধরিয়ে দেয়া ইসরায়েলি পতাকা হাতে তুলে নেন এবং সেটা দোলানোর চেষ্টা করেন। এসময় আগুন পতাকা থেকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার গায়েও আগুন ধরে যায়।

এরপর ওই ব্যক্তি তার হাতে থাকা পতাকা ফেলে দেন এবং পাগলের মতো দৌঁড়াতে থাকেন। আরব গণমাধ্যম জানিয়েছে, ইরানে কুদস দিবসের বিক্ষোভ অনুষ্ঠানে রোববার এ ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যায়, অন্য ব্যক্তিরা ফিলিস্তিনের পতাকা ধরে রেখেছে।

আরও পড়ুন..ঈদের দিনসহ ৬ দিন যেসব এলাকায় গ্যাস থাকবে না

জার্মানি গত বছর থেকেই দেশটিতে সব বিদেশি পতাকা পোড়ানো নিষিদ্ধ করেছে। ওই বছর বার্লিনে একটি অ্যান্টিসেমেটিক বিক্ষোভে ইসরায়েলি পতাকা পোড়ানোর পর দেশটি এমন সিদ্ধান্ত নেয়।

তবে ইরানে ইসরায়েলি পতাকা পোড়ানো একটি প্রচলিত কর্মকাণ্ডের অংশ। দেশটিতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে গণবিক্ষোভের সময় উৎসব করে এই দুই দেশের পতাকা পোড়ানো হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গায়ে আগুন দিলেন মার্কিন সেনা
X
Fresh