• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মমতার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ কয়েক মিনিটেই শেষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২১, ১৩:০১
The swearing in of Mamata's cabinet ended in a few minutes
সংগৃহীত ছবি

প্রতিবেশী ভারতের বাংলা রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১০ মে) কলকাতার রাজভবনে কোভিড বিধি মেনেই শপথ নেন ৪৩ জন মন্ত্রী।

টানা তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া মমতা ব্যানার্জীও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোমবার সকালে কলকাতার রাজভবনে ৪৩ জন মন্ত্রী শপথ নেন।

এর মধ্যে ৪০ জন সশরীরে এবং বাকি তিনজন ভার্চুয়ালি শপথ নেন। করোনা বিধিনিষেধের কারণে সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়। করোনার কারণে এবার রাজভবনে ছোট আকারে মাত্র ছয় মিনিটের মধ্যে শপথ অনুষ্ঠান শেষ হয়।

এবারের এই মন্ত্রিসভায় ৪৩ জন মন্ত্রী নেওয়া হয়েছে। এর মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী। মমতা ব্যানার্জীকে নিয়ে মন্ত্রিসভার সদস্য ৪৪ জন। পূর্ণমন্ত্রীরা ভার্চ্যুয়াল মাধ্যমে শপথ নেন। স্থানীয় সময় সোমবার সকাল ১১টার দিকে এই শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

পূর্ণ মন্ত্রী হচ্ছেন যারা : সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিম চন্দ্র হাজরা, মানস রঞ্জন ভূঁইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, শোভন দেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, গোলাম রব্বানী, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ এবং সিদ্দিকুল্লা চৌধুরী।

প্রতিমন্ত্রী : বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যারাণী টুডু, বুলু চিক বারিক, সুজিত বসু ও ইন্দ্রনীল সেন।

প্রতিমন্ত্রী (স্বাধীন দপ্তর প্রাপ্ত) : দিলীপ মণ্ডল, আখতারুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, ইয়াসমীন সাবিনা, বীরবাহা হাঁসদা, জোৎস্না মান্ডি, অধিকারী পরেশ চন্দ্র এবং মনোজ তিওয়ারি।

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh