• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সমালোচনার মুখে বাতিল হলো গরু হেল্প ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২১, ১১:৩২
After outcry, BJP denies setting up COVID-19 help desks for cows, RTV
সংগৃহীত ছবি

মহামারী সংকটের পরিপ্রেক্ষিতে গরু রক্ষার জন্য সহায়তা ডেস্ক স্থাপনের ঘোষণার পরে তীব্র সমালোচনার মুখে তা বাতিল করেছে ভারতের রাজ্য উত্তরপ্রদেশ। রাজ্যটির মুখ্যমন্ত্রী ও কট্টরপন্থী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ এ ঘোষণা দিয়েছিল।

এর আগে বিরাজমান করোনা মহামারির মধ্যে প্রতিটি জেলায় গরু রক্ষার জন্য সহায়তা ডেস্ক স্থাপনের নির্দেশ জারি করে মুখ্যমন্ত্রী যোগী। সমস্ত গরুর আশ্রয়কেন্দ্রগুলি (গৌশালা) অবশ্যই কোভিড -১৯ প্রোটোকলকে কঠোরভাবে অনুসরণ করতে হবে।

যেখানে শয়ে শয়ে মানুষ মরছে প্রতিদিন সেখানে মানুষকে বাঁচানোর পদক্ষেপ না নিয়ে গরুদের জন্য বিশেষ সহায়তা ডেস্ক বসিয়ে মাস্ক ব্যবহারসহ ঘন ঘন তাপমাত্রা পরিমাপেরও নির্দেশ দেয়া হয়।

গরু আশ্রয়স্থলগুলিকে সমস্ত চিকিত্সা সরঞ্জাম যেমন অক্সিমিটার, তাপ স্ক্যানার ইত্যাদি দিয়ে সজ্জিত করারেও পরিকল্পনা করা হয়। পথে-ঘাটে থাকা গরুগুলোকে গৌশালায় নেওয়া হচ্ছে। বিপথগামী গবাদি পশুদের মোকাবেলায় বিদ্যমান গরুপাল ও গরু আশ্রয়ের সংখ্যা দ্রুত বাড়ানোরও ঘোষণা দেয়া হয় সে সময়। সূত্র : আরব নিউজ

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh