• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গিনিতে সোনার খনি ধসে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২১, ০৮:৫৫
Deadly landslide hits gold mine in Guinea
সংগৃহীত ছবি

আফ্রিকার দেশ গিনিতে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

ভূমিধসের শিকার খনিটির অবস্থান গিনির উত্তর-পূর্ব সিগুইরি শহরে। সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজদের অনুসন্ধানে উদ্ধারকারীরা পাথর খুড়ে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।

স্থানীয় কাউন্সিলর সেকৌ বিনৌ সিমাগান জানান, শনিবার তাতাকৌরো গ্রামের নিকট কারিগরি ত্রুটির কারণে ওই খনি ধসে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে ১৫ জন নিহত হন।

শনিবার সন্ধ্যায় খনির ১৫ কারিগরের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের বয়স ১৪ থেকে ৪০ বছরের মধ্যে। শেষকৃত্য অনুষ্ঠান শেষে গণকবরে তাদের দাফন করা হয়।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার এ দেশটিতে স্বর্ণ, হীরা, বক্সাইট (অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক) এবং লৌহসম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। তবে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকলেও সেসব যথার্থভাবে কাজে লাগাতে না পারায় এর সুফল সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে গেছে। সূত্র : আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh