• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্কুলে মেয়েদের শিফট শেষ হওয়ার পরই বোমা বিস্ফোরণ, নিহত বেড়ে ৫৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ১১:২৭
Blast kills dozens near school in Afghan capital Kabul
সংগৃহীত ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলের নিকটে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৫০ জন।

আহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী। রবিবার (৯ মে) এক আফগান কর্মকর্তা এ খবর জানান। এর আগে গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, শনিবার (০৮ মে) রাজধানীর শিয়া অধ্যুষিত পাশ্চাত্যের দাস-ই-বারচির সৈয়দ আল-শাহিদা বিদ্যালয়ের কাছে বিস্ফোরণটি ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হতাহতের বেশিরভাগ ওই স্কুলের শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের নারী মুখপাত্র নাজিবা আরিয়ান জানান, স্কুলটিতে ছেলে ও মেয়ে উভয়ই পড়াশোনা করে। এখানে মোট তিনটি শিফটে ক্লাস হয়। এর মধ্যে দ্বিতীয় শিফটে ক্লাস করে মেয়েরা। আহতদের অধিকাংশই মেয়ে শিক্ষার্থী।

এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে সাত থেকে আটজন মেয়ে শিক্ষার্থী। তারা স্কুলের ক্লাস শেষে বাড়ির দিকে যাচ্ছিল।

শনিবার ঘটনার পরপরই এর পেছনে তালেবানকে দায়ী করে সমালোচনা করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। যদিও তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বিদ্রোহী গোষ্ঠীর জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। সূত্র : আলজাজিরা ও রয়টার্স

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh