• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদেও লকডাউন পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২১, ২৩:৪৪
Pakistan imposes Eid lockdown as COVID cases soar
সংগৃহীত ছবি

মহামারি করোনার বাড়াবাড়ি থামাতে আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে জনসমাগম এড়াতে নয় দিনের আংশিক লকডাউন জারি করেছে পাকিস্তান।

শনিবার (৮ মে) থেকে শুরু হওয়া এ সিদ্ধান্ত আগামী ১৬ মে পর্যন্ত কার্যকর থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী, দর্শনীয় স্থান এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ ছাড়া এই সময়ের মধ্যে পুরো পাকিস্তানজুড়ে ভ্রমণ সীমাবদ্ধ থাকবে। নিত্যপণ্যের দোকানপাট ছাড়া বাকি সকল কিছু বন্ধ থাকবে।

এর আগে শুক্রবার (৭ মে) প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা ডা. ফয়সাল সুলতান বলেন, এই সপ্তাহে ঈদ উদযাপন উপলক্ষে পরিবারের সঙ্গে একত্রিত হবে মানুষজন। এর মধ্য দিয়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ক্রমশ বাড়ছে। গত একদিনের ব্যবধানে দেশটিতে নতুন করে রেকর্ড ৪১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে সংক্রমণের এ সংখ্যাটা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে পাকিস্তানে এক লাখ ৪০ হাজার জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছে প্রায় ৩ হাজার মানুষ।

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh