• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাড়ি দখল করতে উঠে পড়ে লেগেছে একদল শকুন!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২১, ২১:১০
California condors swoop on home and 'declare war'
সংগৃহীত ছবি

মৃত প্রাণি খেয়ে মানুষ তথা পরিবেশের উপকার সাধন করে শকুন। দেশে আগে এই পাখি যত্রতত্র দেখা গেলেও এখন দেখা মেলে না। এবার সেই শকুনই রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে মানুষের বিরুদ্ধে। মনে হচ্ছে যেন বাড়ি দখলের চেষ্টায় মেতেছে একদল শকুন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এমন ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে তেহাচাপি শহরে সিনডা মিকলস নামে এক নারীর বাড়িতে অন্তত ১৫টি শকুন আক্রমণ চালায়।

ওই নারীর মেয়ে সিয়ানা কুইন্টেরো বলেন, কদিন থেকেই বাড়িটির ওপর কুনজন পড়েছে একদল শকুনের। তারা এখনো সরে যায়নি। বাড়ির কাঠের চত্বরকে আবর্জনার ভাগাড় বানিয়ে রেখেছে তারা।

সমীক্ষা অনুযায়ী দেশটিতে ৫০০-এর কম শকুন রয়েছে। ক্যালিফোর্নিয়ায় রয়েছে যার মধ্যে ১৬০টি। ১০ ফুট ডানা মেলে আকাশে মসৃণ গতিতে ভাসতে দেখা যায় এই পাখিকে। কখনো কখনো গাছের মগডালে বসে নিচের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞানী মাইকেল ফ্রে হলেন, প্রথমে দেখলে মনে হবে, শকুনেরা সেখানে পার্টি দিয়েছে। এ ধরনের পাখি ঝাঁকবদ্ধ হয়ে ওড়াউড়ি করে। মৃতদেহ নিয়ে তাদের নিজেদের মধ্যেও লড়াই করতে দেখা যায়।

সিনডা মিকলস বলেন, আমি কখনোই এতগুলো শকুন একসঙ্গে দেখিনি। আমি তো অবাক হয়ে গেছি। বাড়িতে ডানাওয়ালা অনুপ্রবেশকারীদের তাড়াতে বেশ কয়েকবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। শকুনগুলো বাড়িটি ছেড়ে কোথাও যেতে নারাজ। বাড়িটি নিয়ে এখন মোটামুটি দুপক্ষের যুদ্ধ শুরু হয়ে গেছে। সূত্র : ডেইলি মেইল

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh