• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রাণঘাতী হামলার পর ৩ বার অস্ত্রোপচার, এখনো সংকটে নাশিদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২১, ২২:৫৭
প্রাণঘাতী হামলার পর ৩ বার অস্ত্রোপচার, এখনো সংকটে নাশিদ
মোহাম্মদ নাশিদ

বোমা হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ। বৃহস্পতিবার হামলার পর তার শরীরে শুক্রবার তিনটি অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার অবস্থা এখনো সংকটপূর্ণ বলে জানা গেছে।

তিনি এখন আইসিইউতে রয়েছেন। এর আগে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় পার্ক করে রাখা মোটরসাইকেলে লাগিয়ে রাখা এক বোমা হামলায় আহত হন নাশিদ। তাকে হত্যা করতেই এই হামলা বলে মালদ্বীপের বিভিন্ন সূত্র দাবি করেছে।

নাশিদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার পর দ্রুত নাশিদকে দেশটির এডিকে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে তিনবার অস্ত্রোপচার করতে হয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালিহ টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন, নাশিদের ওপর হামলা দেশটির গণতন্ত্রের ওপর আঘাত। তিনি এ ঘটনায় দোষীদের শক্ত আইনের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন।

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh