• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ থেকে ফ্রান্সে গেলেই ১০ দিনের কোয়ারেন্টিন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২১, ২২:৩৩
Mandatory quarantine for Bangladeshis traveling to France
সংগৃহীত ছবি

এবার বাংলাদেশ থেকে ফ্রান্সে গেলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়ে দিল প্যারিস। মহামারি করোনার সংক্রমণ রোধেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তালিকায় বাংলাদেশসহ আর সাত দেশের নাম যুক্ত করেছে ফ্রান্স। দেশটির সরকারি একটি সূত্রের বরাতে শুক্রবারের এক প্রতিবেদনে এ খবর জানিয়ে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাত থেকে এসব দেশের ওপর এই বিধিনিষেধ কার্যকর হবে। বাংলাদেশ ছাড়াও নতুন এই ফ্রান্সের ভ্রমণ বিধিনিষেধ তালিকায় নাম উঠেছে তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় গত মাসে ফ্রান্সের এ ভ্রমণ বিধিনিষেধ তালিকায় প্রথম নাম উঠেছিল ভারতের। এর কয়েকদিন পর ব্রাজিলে প্রথম শনাক্ত হওয়ার করোনার অতিসংক্রামক ধরনের কারণে দেশটির ওপরও এই বিধিনিষেধ জারি করে ফ্রান্স।

ইতোমধ্যে আর্জেন্টিনা, চিলি ও দক্ষিণ আফ্রিকার ওপর একই বিধিনিষেধ জারি করেছে ফ্রান্স। বিধিনিষেধের কারণে এসব দেশ থেকে যাওয়া ভ্রমণকারীদের ফ্রান্সে পৌঁছানোর সময় থেকে ৩৬ ঘণ্টার মধ্যে করা পিসিআর করোনা টেস্টের নেগেটিভ রিপোর্টও দিতে হবে।

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh