• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলে গোলাগুলি, পুলিশসহ নিহত ২৫ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ২৩:৪২
At least 25 killed in Rio de Janeiro shootout
সংগৃহীত ছবি

ব্রাজিলের রিও ডি জেনিরোতে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

পুলিশ জানায়, রিও ডি জেনিরোর জাকারেজিনহো এলাকার বস্তিতে, মাদক চোরাচালানীরা গ্যাংয়ে শিশুদের অন্তর্ভূক্ত করছে, এমন সংবাদের ভিত্তিতে একটি বিস্ততে অভিযানে নামে তারা। এরপরই বস্তি যুদ্ধক্ষেত্রে রূপ নেয়।

দুপক্ষের গোলাগুলির মাঝে পড়ে মারা যান, অন্তত ২৪ জন সাধারণ মানুষ। গুলিবিদ্ধ হয়েছে অনেকে।

এদিকে গোলাগুলির মুখে নিহত ইন্সপেক্টর আন্দ্রে লিওনার্দোর মৃত্যুতে শোক জানিয়েছে রিও পুলিশ।

গ্যাংটি মাদক পাচার, ছিনতাই, খুন ও অপহরণের সঙ্গে জড়িত বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি মেট্রো ট্রেনের দুই যাত্রীর গুলি লাগে। তবে তারা বেঁচে গেছেন। পুলিশ যে অপরাধ চক্রকে নিশানা করে অভিযান চালিয়েছে সে চক্রটি মাদক পাচার, খুন এবং অপহরণে জড়িত। সূত্র : বিবিসি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh