• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মসজিদের দরজা পুড়িয়ে দিল দুর্বৃত্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ২১:১২
Arson attack targets mosque in France
সংগৃহীত ছবি

ফ্রান্সে আবারও পবিত্র মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। সোমবার রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলবার্টভিলি শহরের একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় এক দুর্বৃত্ত।

মসজিদটি মিলি গারুস ইসলামিক কনফেডারেশন (সিআইএমজি) পরিচালনা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মসজিদ কর্তৃপক্ষ জানায়, এই হামলায় মসজিদের প্রবেশদ্বারটি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

সিসিটিভি ক্যামেরায় একজনকে মসজিদের দরজায় আগুন লাগাতে দেখা গেছে। বিষয়টি সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়েছে এবং একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দোষীদের বিচারের আওতায় আনতে ইতোমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মুসলিমদের বিচ্ছিন্ন করে দেবে এমন অভিযোগ তুলে ফ্রান্সের প্রণীত ইসলামিক প্রিন্সিপাল সনদে সই করেনি সিআইএমজি। এ কারণে ফ্রান্সের সরকার ও রাজনীতিবিদরা এই সংগঠনটির সমালোচনা করে আসছে।

এর আগে ফ্রান্সের নান্টেস শহরের আরহামা মসজিদেও গত ৯ এপ্রিল অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ছাড়া গত মাসেই রেনেস শহরের একটি মসজিদের দেয়ালে ইসলামফোবিক গ্রাফিতিও একে দেয় এক ব্যক্তি। সূত্র : আনাদুলু এজেন্সি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh