• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃত বাবার চিতায় ঝাঁপ দিলো মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ মে ২০২১, ২২:৫৮
প্রতীকী ছবি।

কাঁদছে ভারত। একের পর মৃত্যু অসহায় পরিবারের চিৎকার মেনে নেয়ার মতো নয়। করোনা যেন সবশেষ করে দিচ্ছে। একেকটি ঘটনা হৃদয়ে কাঁপুনি ধরায়।

বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শোকে কাতর মেয়ে ঝাঁপিয়ে পড়লেন বাবার চিতায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৩৪ বছরের ওই নারী।

ভারতীয় গণমাধ্যমের খবর, দামোদরদাস শারদা নামে ৭৩ বছরের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার (৪ মে) হাসপাতালে মারা যান তিনি।

পুলিশের ভাষ্য, দামোদরদাসের শেষকৃত্যের সময় তার তিন মেয়ের মধ্যে সবচেয়ে ছোট চন্দ্রা শারদা আচমকাই চিতায় ঝাঁপ দেন। সেখানে উপস্থিত মানুষ কোনোক্রমে চিতা থেকে নামিয়ে আনেন তাকে। এই ঘটনায় চন্দ্রার শরীরের ৩৪ শতাংশই পুড়ে গেছে। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চন্দ্রাকে। তারপর উন্নত চিকিৎসার জন্য জোধপুর হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, দামোদরদাস ছিলেন বারমেড়ের রাই কলোনির বাসিন্দা। গত রোববার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পুলিশ জানায়, বাবার শেষকৃত্য যাওয়ার জন্য জেদ ধরেছিলেন তার ছোট মেয়ে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : শেহবাজ শরীফ
স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন
চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন 
এমন মুগ্ধ হয়ে এর আগে দেখিনি : পরীমণি
X
Fresh