• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে যে মুসলিম প্রার্থী সবচেয়ে বেশি ভোটে জয়ী হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২১, ২০:১১
The Muslim candidate in West Bengal has won the most votes
সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সোমবার ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তবে এবারের নির্বাচনে তৃণমূলের হয়ে মালদহ জেলার সুজাপুরের প্রার্থী আব্দুল গনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। খবর আনন্দবাজারের।

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩০ হাজার ১৬৩ ভোটে জয়ী হয়েছেন আব্দুল গনি। নির্বাচনে আব্দুল গনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৪৪৫ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইশা খান চৌধুরী পেয়েছেন ২২ হাজার ২৮২ ভোট। আর বিজেপি প্রার্থী এসকে জিয়া উদ্দিন পেয়েছেন ১৪ হাজার ৭৮৯ ভোট।

নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন কলকাতার মেটিয়াব্রুজের তৃণমূল প্রার্থী আব্দুল খালেক মোল্লা। তিনি বিজেপির প্রার্থী রামজি প্রসাদকে ১ লাখ ১৯ হাজার ৬০৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন। এদিকে নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়ার হিড়িক পড়েছিল।

তবে বিজেপিতে যোগ দেয়া ১০৭ প্রার্থীর মধ্যে ৭৬ জনই পরাজিত হয়েছেন। যদিও দলবদলকারীদের স্বাগত জানিয়েছেন মমতা। মমতা জানান, কেউ ফিরে এলে তাকে স্বাগত জানাবেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, যেভাবে একাই নির্বাচন করেছেন মমতা এতে দলবদলকারীদের আবার গ্রহণ করেন কিনা তা দেখার বিষয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh