Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

পছন্দের দল জেতায় জিহ্বা কেটে দেবতাকে উৎসর্গ

Woman cuts off her tongue to keep promise as DMK wins Tamil Nadu
পছন্দের দল জেতায় জিহ্বা কেটে দেবতাকে উৎসর্গ

বিশেষ রাজনৈতিক দলের অন্ধ সমর্থক তিনি। এতটাই অন্ধ যে মানত করেছিলেন পছন্দের দলটি নির্বাচনে জিতলে দেবতাকে উৎসর্গ করবেন নিজের জিহ্বা। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে তামিলনাড়ুতে।

এই কাণ্ড ঘটিয়েছেন, ৩২ বছর বয়সী এক নারী। নাম ভানিথা। তার পণ ছিল, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তাঁর প্রিয় দল ডিএমকে জিতলে নিজের জিহ্বা কেটে তা ভগবানকে উৎসর্গ করবেন।

গত রোববার ফলপ্রকাশের পরই দেখা যায়, বিপুল ব্যবধানে জিতে দশ বছর পর দক্ষিণের রাজ্যটিতে ক্ষমতায় ফিরছে এমকে স্ট্যালিনের ডিএমকে। আর এরপরই চরম সিদ্ধান্তটি নিয়ে ফেলেন ওই মহিলা।

সকালে স্থানীয় মুথালাম্মান মন্দিরে যান তিনি। করোনাবিধির কারণে মন্দির বন্ধ থাকলেও, সেটির গেটের সামনেই ধারাল অস্ত্র দিয়ে নিজের জিহ্বা কেটে তা উৎসর্গ করেন ভানিথা। কিন্তু এরপরই ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান।

তৎক্ষণাৎ স্থানীয়রা ছুটে এসে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এখনও সেখানে চিকিৎসা চলছে তার।

এবার তামিলনাড়ুতে ডিএমকের জয়ের ফলে এক দশক পরে ক্ষমতায় ফিরল তারা। নির্বাচনের আগে থেকেই প্রচারে ঝড় তুলেছিল দুই প্রধান পক্ষই। বিজেপি জোট বেধেছিল এআইএডিএমকে’র সঙ্গে। কমল হাসানের মক্কল নিধি মাইয়াম তথা এমএনএমের দিকেও সকলের নজর ছিল। কিন্তু সবাইকে হারিয়ে জেতে ডিএমকে। সূত্র : ইন্ডিয়া টুডে

টিএস

RTV Drama
RTVPLUS