• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২১, ১৯:৫৭
Mamata Banerjee to take oath as Chief Minister on 5th may
সংগৃহীত

আগামী বুধবার (৫ মে) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা ব্যানার্জি। এ নিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সোমবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার কালীঘাটে সংবাদ সম্মেলনের পর দলীয় কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন মমতা। বৈঠকের পর দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মমতাই পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন... দুধের বোতল ভেবে মাটি থেকে গ্রেনেড টেনে তুললেন এক ব্যক্তি

পার্থ বলেন, ৫ মে মমতা শপথ নেবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারপর ৬ ও ৭ মে বাকি বিধায়করা শপথ নেবেন। বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিকেই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখার্জি।

এদিকে মন্ত্রিসভায় কারা থাকছেন সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী কারা হবেন তা মমতাই ঠিক করবেন বলেও জানান পার্থ। এর আগে মমতা বলেছিলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার পরে তার সরকারের প্রধান কাজ হবে রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলা করা। এরপরই তারা বিজয় উৎসব করবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে ভিডিও দেখে বাংলাদেশি তরুণকে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার
ব্যায়াম করতে গিয়ে ফাটল কপাল, চার সেলাই নিয়ে ফিরলেন মমতা
মমতা ব্যানার্জিকে নিয়ে সৃজিতের বায়োপিক!
পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর গাড়িতে পাথর নিক্ষেপ 
X
Fresh