• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুধের বোতল ভেবে মাটি থেকে গ্রেনেড টেনে তুললেন এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২১, ১৯:১৮
Milk bottles turned to be a live bomb of second world war
সংগৃহীত

দুধের বোতল ভেবে মাটি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গ্রেনেড টেনে তুললেন এক ব্যক্তি। অল্পের জন্য প্রাণেও বেঁচে যান তিনি। সম্প্রতি ব্রিটেনের হ্যাম্পশায়ারের ব্রামডিনে এমন ঘটনা ঘটেছে। খবর টাইমস নাউ নিউজের।

বাড়ির সামনে জঙ্গল পরিষ্কার করাচ্ছিলেন জেমস অসবর্ন নামে এক ব্যক্তি। মাটি খুঁড়ে জায়গাটি পরিষ্কার করছিল কর্মচারী। তখনই তিনটি বোতল মাটির নিচ থেকে উঁকি মারতে দেখেন।

ওই বোতলগুলো দেখতে অনেকটা দুধের বোতলের মতো ছিল। বোতলের মুখটা সাদা এবং ভেতরে হলুদ রঙের তরল ছিল। তিনটি বোলতই টেনে বার করতে যান তিনি।

তখনই সেগুলোর ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এটা দেখে ভয় পেয়ে যান তিনি। দ্রুত পুলিশে খবর দেন। শেষে বোম্ব স্কোয়াড এসে ওই এলাকা থেকে এমন আরও ৪৮টি বোমা নিষ্ক্রিয় করে।

অসবর্ন বলেন, এগুলো টান দিতেই উঠে আসে। আমরা এগুলো পাশে রেখে দেই। কিন্তু এগুলো থেকে ধোঁয়া বের হতে থাকে। তাই আমরা পুলিশে খবর দেই। বোতলের মুখটা সাদা এবং ভেতরে হলুদ রঙের তরল ছিল।

জানা গেছে, নাৎসি বাহিনীর হামলা থেকে আত্মরক্ষার জন্য ১৯৪০-র দশকে ওই বিস্ফোরকগুলো পুঁতে রাখা হয়েছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটেনে গির্জাকে ১০০ বিলিয়ন পাউন্ড ‘জরিমানা’
ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ব্রিটিশ এমপিরা
X
Fresh