• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

চীনে প্রবল ঝড়ে হতাহত ১১৩ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১৬:৫৮

চীনের পূর্বাঞ্চলে প্রবল ঝড়ের কবলে কমপক্ষে ১১ জনের মৃত্যু ও ১০২ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইয়াংজি নদীর তীরবর্তী এলাকায় এ ঝড় আঘাত হানে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে কিংবা ঝড়ে উড়িয়ে নিয়ে নদীতে ফেলায় এসব লোকের মৃত্যু হয়েছে।

এ ছাড়া প্রবল বাতাসে একটি মাছধরা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২ জন উদ্ধারের পরে আরো ৯ জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইয়াংজি নদীর উত্তর তীরে ৮০ লাখ অধিবাসীর নানটং শহরে প্রবল বাতাসের সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি আঘাত হানে। এতে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩০০০ লোককে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।

চীনের সোশ্যাল মিডিয়া উইবোতে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সে বাতাসে শহরের রাস্তায় ঘরবাড়ি ও স্থাপনার ভগ্নাংশ উড়ে এসে পড়ছে।

আরেক ভিডিওকে দেখা যাচ্ছে শহরটির বিমানবন্দরের রানওয়েতে পার্ক করে রাখা বড়সড়ো একটি উড়োজাহাজ বাতাসের তোড়ে ঘুরতে শুরু করেছে।

সূত্র : বিবিসি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh