• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আমরাই রাজ্যের ক্ষমতায় বসতে চলেছি : মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২১, ১৯:২০
We are about to come to power in the state: Mamata
সংগৃহীত ছবি

প্রতিবেশি ভারতের বাঙালি অধ্যুষিত রাজ্য পশ্চিমবঙ্গে শেষ হলো বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। আট দফায় রাজ্যজুড়ে চলা ওই ভোটগ্রহণ শেষে শুক্রবার দলীয় প্রার্থী ও এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

আগামী রোববার (২ মে) নির্বাচনের ফল প্রকাশের আগে শুক্রবারের (৩০ এপ্রিল) এই বৈঠকে মমতা বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও আমরাই রাজ্যের ক্ষমতায় বসতে চলেছি।

দলীয় প্রার্থী, পোলিং এজেন্ট ও দলের নেতাদের নিয়ে ভোটগ্রহণ শেষে এই প্রথম বৈঠক করলেন মমতা। ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর ও ফল প্রকাশের আগে এ ধরনের বৈঠকে বসতে দেখা যায়নি তাকে।

বৈঠকে ভোট গণনার সময় কী করণীয় বৈঠকে সেই বিষয়ে কিছু পরামর্শ দেন দলনেত্রী মমতা। ভোট গণনা কেন্দ্রের এজেন্টদের গণনার ‘ট্রেন্ড’ দেখে হতাশ হয়ে গণনা কেন্দ্র ছাড়ার মতো কাজ করতে নিষেধ করে তিনি বলেন, ‘গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্রে থাকুন।’

মমতা ব্যানার্জী বলেন, আমরা দুই-তৃতীয়াংশ আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছি। আপনারা কেউ গণনা কেন্দ্রের ট্রেন্ড দেখে গণনা কেন্দ্র ছাড়বেন না। কেউ খেতে দিলে খাবেন না। ধূমপান করবেন না।

দলের কর্ণধার মমতা আরও বলেন, ভোট গণনার আগে ফরম ভালো করে পরীক্ষা করে নিতে হবে। গণনা কেন্দ্রে থাকার সময় জঙ্গল মহল ও উত্তরবঙ্গের কিছু আসন থেকে প্রথমে গণনার ট্রেন্ডে বিরোধীরা এগিয়ে আছে দেখলে গণনা কেন্দ্র ছেড়ে যাবেন না। মনে রাখবেন জয় তৃণমূলেরই হবে। সূত্র : হিন্দুস্তান টাইমস

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh