• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কুকুর-বিড়ালের জন্যও বানানো হলো করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২১, ১৮:৫৮
Corona vaccine is also made for dogs and cats
সংগৃহীত ছবি

মহামারি করোনায় মানুষকে বাঁচাতে টিকার জন্য ছুটোছুটি চলছে বিশ্বজুড়ে। এরই মধ্যে প্রথমবারের মতো অন্যান্য প্রাণীদের জন্য ১৭ হাজার ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন করেছে রাশিয়া।

রাশিয়ার ভেটেরিনারি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান রোসেলখোজনাদজর শুক্রবার (৩০ এপ্রিল) এ খবর দিয়েছে। ক্লিনিক্যাল টেস্টে কুকুর, বিড়াল, শেয়াল ও মিংকের দেহে অ্যান্টিবডি তৈরির প্রমাণ মেলার পর গত মার্চে ‘কারনিভ্যাক-কোভ’ নামের ভ্যাকসিনটির নিবন্ধন করে রাশিয়া।

ভ্যাকসিনের প্রথম ব্যাচ রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে সরবরাহ করা হবে বলে জানা গেছে। জার্মানি, গ্রীস, পোল্যান্ড, অস্ট্রিয়া, কাজাখস্তান, তাজিকিস্তান, মালেয়শিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, লেবানন, ইরান ও আর্জেন্টিনার বিভিন্ন কোম্পানি এই ভ্যাকসিন কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মানুষ ও অন্যান্য প্রাণীদের মধ্যে ভাইরাস সংক্রমণের ব্যাপারে বারংবার সতর্ক করে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাশিয়ার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যাকসিনটি ঝুঁকিতে থাকা প্রাণীদের সুরক্ষা দিয়ে ভাইরাসের মিউটেশন রোধ করবে। সূত্র : রয়টার্স

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh