Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহত ৪৪

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহত ৩৮
ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহত ৩৮

ইসরায়েলে এক ধর্মীয় উৎসবে পায়ের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন ৪৪ জন। আহত হয়েছে অনেক মানুষ। বৃহস্পতিবার মধ্যরাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মেরোন পর্বতে হয় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস। বিদেশি সংবাদমাধ্যম নিউইর্য়ক টাইমস এ তথ্য জানান।

আরও পড়ুন...পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছেন মমতা ব্যানার্জী

কর্তৃপক্ষ জানায়, অর্থোডক্স ইহুদিদের বার্ষিক ধর্মীয় উৎসব ‘লাগ বোমারে’ যোগ দিতে বৃহস্পতিবার রাতেই মেরোনে জড়ো হয় লাখো মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যরাতের পর ভিড় বাড়তে থাকায় নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। হঠাৎ শুরু হয় হুড়োহুড়ি। পড়ে যায় অনেকে।

করোনা মহামারির জন্য গত বছর এই আয়োজন হয়নি। তবে এ বছর সফল ভ্যাকসিন কার্যক্রমের পর ইসরায়েলে অনেক বিধিনিষেধ তুলে নেয়া হয়।

প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এই দুর্ঘটনাকে ‌‌‌‌‌‘ভয়াবহ বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। তিনি হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এমআই/এম

RTV Drama
RTVPLUS