• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভোটের শেষদিন পশ্চিমবঙ্গে রেকর্ড মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ২৩:৪৮
west bengal bidhansava election in corona
সংগৃহীত ছবি

প্রতিবেশি ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার এই নির্বাচনের অষ্টম দফা তথা শেষধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটের মধ্যেই রাজ্যটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ৮৯ জন করোনা রোগীর প্রাণহানি হয়েছে। রাজ্যটিতে এর আগে একদিনে করোনায় এত মৃত্যু হয়নি।

এসব মৃত্যুর মধ্যে কলকাতায় মারা গেছে ২৩ জন। উত্তর চব্বিশ পরগনায় ২১ জন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা (১১), হাওড়া (৭), হুগলি (৬), বাঁকুড়া (৫), পশ্চিম মেদিনীপুর (৪) এবং বীরভূম (৪) জনের মৃত্যু হয়েছে করোনায়।

বৃহস্পতিবার নতুন করে আরও ৮৯ জনের মৃত্যুর ফলে পশ্চিমবঙ্গে করোনায় প্রাণ হারালেন মোট ১১ হাজার ২৪৮ জন। গতদিন আরও ১৭ হাজার ৪০৩ জন নতুন করে আক্রান্তের পর রাজ্যটিতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৮ লাখ ১০ হাজার ৯৫৫ জন।

পশ্চিমবঙ্গে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ১ লাখ ১০ হাজার ২৪১ জন। বুধবারের তুলনায় ৪ হাজার ৪২৯ বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২ হাজার ৮৮৫ জন।

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh