• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জার্মানিতে বাড়ছে মুসলিম জনসংখ্যা

আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ১১:৩২
ফাইল ছবি

জার্মানিতে মুসলিম জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত ছয় বছরে দেশটিতে মুসলিম জনসংখ্যা বেড়েছে নয় লাখ। বর্তমানে জার্মানির মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলিম। এ হিসেবে মুসলিমদের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫ লাখের বেশি।

বুধবার প্রকাশিত দেশটির সরকারি জরিপে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুনঃ শুনানি হচ্ছে না আনভীরের জামিন আবেদন

ডেইলি সাবাহ’র খবরে বলা হয়, জর্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন অ্যান্ড রিফিউজির (বিএএমএফ) তথ্যমতে, এর আগে ২০১৫ সালে যে জরিপ হয়েছিল। সে সময় থেকে বর্তমানে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৯ লাখ।

খবরে বলা হয় বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৬.৪ থেকে ৬.৭ শতাংশ মুসলিম। বিএএমএফ থেকে পরিসংখ্যান নিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জরিপের তথ্য প্রকাশ করেছে।

বিএএমএফের প্রেসিডেন্ট হ্যান্স-এখার্ড সোমার বলেন, সাম্প্রতিক কালে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়া থেকে শরণার্থী বিপুলসংখ্যক শরণার্থী আসায় জার্মানিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ

মুনিয়ার সুরতহাল রিপোর্টে যেসব বর্ণনা দিয়েছে পুলিশ

গ্রেনেড ভেবে পুলিশে ফোন, পরে জানা গেলো সেক্স টয়!

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
ব্যাংক ডাকাতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে বিদেশ নিতে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
চিলিতে ভয়াবহ দাবানলে অর্ধশতাধিক নিহত, দুই শতাধিক নিখোঁজ
X
Fresh