Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ০৭ মে ২০২১, ২৪ বৈশাখ ১৪২৮

অ্যাম্বুল্যান্স নেই, তাই মায়ের লাশ বাইকে করেই নিয়ে গেলেন ছেলে (ভিডিও)

ফাইল ছবি

করোনায় মানবিক বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখছে ভারত। দেশটি অন্ধ্রপ্রদেশের একটি ভিডিও ক্লিপ কাঁপিয়ে দিলো সবাইকে। রাজ্যের শ্রিকাকুলাম শহরে কোভিডের ভয়াবহতা কতোটা তা এই ভিডিও এর মাধ্যমে জানলো বিশ্ব।

এনডিটিভি’র খবরে বলা হয়, শ্বাসকষ্ট নিয়ে পঞ্চাশোর্ধ্ব মাকে নিয়ে হাসপাতালে আসেন ছেলে ও মেয়ের জামাই। কিন্তু চিকিৎসার আগেই হাসপাতালের সামনে মারা যান বৃদ্ধা।মরদেহ নেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও মেলেনি অ্যাম্বুলেন্স। করোনায় মারা যাওয়া লাশ বহনে নারাজ অন্য গাড়িচালকরাও। মৃত নারীর সঙ্গে থাকা সন্তান ও জামাতার মোটরসাইকেলই হয় তখন একমাত্র অবলম্বন। উপায় না দেখে সেই মোটরসাইকেলের মাঝেই মায়ের লাশটাকে কোনোরকম বসিয়ে চলেন শ্মশানঘাটের উদ্দেশ্যে।

ভারতজুড়ে অক্সিজেনের পাশাপাশি অ্যাম্বুলেন্সেরও ভয়াবহ সংকট চলছে। প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে গড়ে মারা যাচ্ছে আড়াই থেকে তিন হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন লাখ।