• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বেড না পেয়ে করোনা রোগীর মৃত্যু, হাসপাতাল কর্মীকে পেটালো পরিবার

আন্তর্জাতি ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২১, ২৩:৪৬
Delhi COVID patient fails to get bed, dies; family attacks hospital staff
সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত এক নারীকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার পরিবার। কিন্তু হাসপাতালে বেড না থাকায় সেখানে ঠাঁই হয়নি তার। এর মধ্যে ওই রোগীর মৃত্যু ঘটে। এরপর সেই হাসপাতালের কর্মীকে রোগীর পরিবারের লোকজন মারধর করে।

ভারতের দক্ষিণ দিল্লির অ্যাপোলো হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। হাসপাতালের মুখপাত্র এক বিবৃতিতে জানান, জরুরি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে নিয়ে আসা হয়। তাকে তার অবস্থা অনুযায়ী তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, কিন্তু বেড খালি না থাকায় ওই রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টা পর ওই রোগীর মৃত্যু হয়। এরপর রোগীর পরিবার হাসপাতালে ভাঙচুর, ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। এমনকি আমাদের ডাক্তার এবং স্টাফদেরও মারধর করে।

সেখানে আরও বলা হয়, ওই রোগীর মৃত্যুতে গভীর শোক জানাই আমরা। কিন্তু ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে রোগীর পরিবারের এ ধরনের আচরণ হতবাক করে দেয়ার মতো। কেননা মহামারির মধ্যে তারা ক্লান্তিহীনভাবে সেবা দিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজরাটের বিপক্ষে দিল্লির ব্যাট টু ব্যাক জয়
অক্ষরের বিদায়ের পর পান্থের তাণ্ডব, বড় পুঁজি দিল্লির
প্রতিশোধ নিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠালো গুজরাট
লোয়ার মিডলের ব্যর্থতায় বৃথা গেল ম্যাগার্ক ঝড়, দিল্লির বড় হার
X
Fresh