• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৩৫ বছর পর পরিবারে মেয়ে শিশুর জন্ম, বাড়িতে আনতে হেলিকপ্টার ভাড়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২১, ১৪:৫৪
Rajasthan family books helicopter to bring home first girl child born in 35 years
প্রতীকী ছবি

এমন একটি দেশে যেখানে প্রতিটি পরিবারই ছেলে সন্তান চায়, সেখানে ভারতের রাজস্থানের একটি পরিবার অনন্য নজির গড়লো। ৩৫ বছর পর ওই পরিবারের প্রথম কোনও মেয়ে সন্তানের জন্ম হয়েছে। এই বিশেষ মুহূর্তকে বিশেষভাবে উদযাপন করতে নবজাতককে বাসায় আনতে হেলিকপ্টার ভাড়া করে ওই পরিবার।

গত মাসে রাজস্থানের নাগাউর জেলা হাসপাতালে হনুমান প্রজাপত এবং তার স্ত্রী চুকি দেবীর ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয়। হাসপাতাল থেকে চুকির বাসা হারসোলাভ গ্রামে নিয়ে যাওয়া হয় মা-মেয়েকে। সম্প্রতি মা-মেয়েকে বাসায় আসে। তবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ৪০ কিলোমিটার দূরত্ব হেলিকপ্টারে করে আনার সিদ্ধান্ত নেয় হনুমানের পরিবার।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই পথটুকু হেলিকপ্টারে করে আসতে তাদের প্রায় সাড়ে ৪ লাখ রুপি খরচ হয়েছে। এই পরিবার হেলিকপ্টারে উঠছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। হনুমান এবং তার তিন আত্মীয়সহ হেলিকপ্টারে করে হারসোলাভ যান। সেখান থেকে পরে স্ত্রী ও সন্তানকে নিয়ে ফের হেলিকপ্টারে উঠে বাড়ি ফেরত আসন। নাতনী রিয়াকে এভাবে স্বাগত জানানোর আইডিয়া নাকি হনুমানের বাবা মদনলাল কুমহারের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh