• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জুটিয়েছিলেন ৩৫ প্রেমিকা, হাতিয়ে নিয়েছেন গিফট-নগদ টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২১, ১৪:৩৩
Japanese man arrested after using fake birthday dates to swindle gifts from 35 girlfriends
সংগৃহীত

৩৫ জন প্রেমিকার কাছ থেকে গিফট এবং নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজন জাপানি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম তাকাশি মিয়াগায়া। তিনি তার ৩৫ জন প্রেমিকার সঙ্গে গভীর সম্পর্ক রাখার অভিনয় করেন। এমনকি তাদের কাছ থেকে গিফট পেতে প্রায়শই নিজের জন্মদিনের তারিখ পরিবর্তন করেন।

তবে ওই নারীরা ‘ভুক্তভোগী অ্যাসোসিয়েন’ গঠনের পর তাকাশির এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। পরে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারীরা। টোকিও রিপোর্টার জানিয়েছে, পার্টটাইম কর্মী তাকাশি সঠিক জন্ম তারিখ হচ্ছে ১৩ নভেম্বর। কিন্তু তিনজন নারীকে তিনি তিনটি ভিন্ন জন্ম তারিখ বলেন।

এরপর গিফট হিসেবে এই তিন নারীর কাছ থেকে ১ লাখ ইয়েন (প্রায় সাড়ে ৭৮ হাজার টাকা) নিয়েছেন। এর মধ্যে নগদ ২০ হাজার ইয়েন এবং ৩০ হাজার ইয়েন মূল্যের একটি স্যুটও রয়েছে। পুলিশের ধারণা মাল্টি লেভেল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে নারীদের সঙ্গে প্রতারণা করতেন তিনি। ডেইলি স্টার জানিয়েছে, সিঙ্গেল নারীদের টার্গেট করতেন তাকাশি। আর বলতেন খুব শিগগিরই বিয়ে করবেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবার কাছ থেকে বীর সবসময়ই গিফট পায় : বুবলী
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নগদ টাকাসহ ২ বিকাশ প্রতারক গ্রেপ্তার
‘বরিশালের কোনো ছেলেকে বিয়ে করবো না’
X
Fresh