• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

করোনা : দৈনিক শনাক্তে বিশ্বের শীর্ষে এখন যে দেশ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২১, ১৭:১২
Corona: The country that is now at the top of the world in daily identification, করোনা : দৈনিক শনাক্তে বিশ্বের শীর্ষে এখন যে দেশ 
সংগৃহীত ছবি

করোনার দ্বিতীয় ঢেউ প্রতিদিনই গর্জন করতে করতে আছড়ে পড়ছে প্রতিবেশি ভারতের ওপর। করোনায় একের পর এক রেকর্ড গড়ে চলেছে দেশটি।

এরই জেরে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো একদিনে তিন লাখেরও বেশি রোগী শনাক্ত হলো ভারতে। বিশ্বের কোনো দেশে এর আগে ২৪ ঘণ্টায় এত মানুষ আক্রান্ত হয়নি।

২৪ ঘণ্টায় বৃহস্পতিবার ভারতে ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্তের বিশ্বরেকর্ড হয়েছিল যুক্তরাষ্ট্রে। জানুয়ারিতে দেশটি একদিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল।

মার্কিনীদের সে রেকর্ডও টপকে গেল ভারত। এতে ভারতে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।

এ ছাড়াও বিগত ২৪ ঘণ্টায় মৃত্যুরও নতুন রেকর্ড হয়েছে ভারতে। মোট মারা গেছে ২১০৪ জন। এতে দেশটিতে মহামারীতে মোট মৃত্যু এক লাখ ৮৪ হাজার ৬৫৭ জনে দাঁড়ালো। সূত্র : এনডিটিভি

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
X
Fresh