• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশসহ ৩ দেশের যাত্রীদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ এপ্রিল ২০২১, ২৩:২৫
ফাইল ছবি

নতুন করে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ দেখা দেয়ায় বিভিন্ন দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আসছে। বিশেষ করে ভারতের করোনার তীব্র সংক্রমণের ফলে নিষেধাজ্ঞায় পড়েছে।

এবার বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার (২১ এপ্রিল) এই ঘোষণা দেয় দেশটির সর্বোচ্চ কমিটি। করোনার সংক্রমণ রোধেই এই সিদ্ধান্ত।

জানানো হয়েছে, এই তিন দেশের নাগরিকরা তো বটেই, অন্যান্য দেশের যেসব নাগরিক গেলো ১৪ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনো একটিতে ভ্রমণ করেছেন, তারাও ওমানে প্রবেশ করতে পারবেন না।

টাইমস অব ওমানের খবর, আসছে ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা।

এই নিষেধাজ্ঞা দেশটির নাগরিক, কূটনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে কার্যকর হবে না। অবশ্যই তাদের করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ পর্যন্ত ওমানে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৭৭০ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৯২৬ জন।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সর্বশক্তি দিয়ে লড়বেন নেতানিয়াহু
ইসরায়েলি সেনা ইউনিটের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা!
ইইউর নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি চার ব্যক্তি ও দুই সংস্থা
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
X
Fresh