• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইসরাইলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ এপ্রিল ২০২১, ২১:৫৪
ছবি সংগৃহীত।

ইসরাইলের বিভিন্ন সূত্র জানিয়েছে, দেশটির ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় সাংবাদিক এডি কোহেন নিজের টুইটার পেজে বিস্ফোরণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ জানান, গতকাল (মঙ্গলবার) এই বিস্ফোরণ ঘটেছে।

এছাড়া ইসরাইলের অন্যান্য সূত্র জানিয়েছে, 'তুমের' অস্ত্র নির্মাণ কারখানায় নিয়মিত পরীক্ষার সময় এই বিস্ফোরণ ঘটেছে। মানবিক ভুলের কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি ধোঁয়ার বিশাল কুন্ডলী দেখেছেন স্থানীয়রা। ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত 'তুমের' অস্ত্র নির্মাণ কারখানাটি। সেখানে বেসামরিক জনবসতি রয়েছে।

ইসরাইলি দৈনিক হারেৎজ জানায়, একটি পরীক্ষা চলাকালে বিস্ফোরণটি ঘটেছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এর ফলে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বেঙ্গালুরু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
ক্যাডারদের ২৩ নামের ভুল সংশোধন করে প্রজ্ঞাপন
জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
X
Fresh