• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আমি কিমকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ এপ্রিল ২০২১, ২০:৩৯
ফাইল ছবি

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা কারণেই আলোচিত। এবার রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের বিষয় তুলে নতুনভাবে আলোচনার জন্ম দিলেন।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে তার সম্পর্ক থাকাটা 'ভালো, খারাপ কিছু নয়।'

সম্প্রতি ফক্স নিউজকে দেয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে একথা জানান ট্রাম্প।

মানবাধিকার সংগঠনগুলো এ মাসেই উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের নেতৃত্বে দেশটি দুর্ভিক্ষের মুখোমুখি বলে সমালোচনা করলেও ট্রাম্প কিমের প্রশংসা করেন।

ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, আমি যখন প্রেসিডেন্ট হলাম তখন ওবামা বলেছিলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো উত্তর কোরিয়া, একটি যুদ্ধ হতে যাচ্ছে। কিন্তু কোনো যুদ্ধই হয়নি।

তিনি আরও বলেন, আমাকে চিঠি লেখে কিম। আমি ওকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে। এতে সমস্যা কী।

উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিমের বিরুদ্ধে নানা সময়েই স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে থাকে। তাইতো কিমকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য হইচই ফেলেছে।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি অস্থিতিশীল করছে যুক্তরাজ্য: অ্যামনেস্টি 
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
X
Fresh