• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইতিহাস সৃষ্টি করে মঙ্গলে উড়লো হেলিকপ্টার (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২১, ০৮:৪৬
Nasa successfully flies small helicopter on Mars, RTV
সংগৃহীত ছবি

সৃষ্টি হলো নতুন ইতিহাস। লালগ্রহ মঙ্গলের বুকে প্রথমবারের মতো কোনো উড়োযান উড়ালো পৃথিবীবাসী। মার্কিন মহাকাশ সংস্থা নাসার তৈরি সেই উড়োযান ঠিকঠাক মতোই উড়লো মঙ্গলের আকাশে।

নাসা যে উড়োযানটি উড়িয়েছে সেটির নাম দেয়া হয়েছে ‘ইনজেনুইটি’। হেলিকপ্টারের মতো পাখাওয়ালা রোবট কিংবা ড্রোন এই ইনজেনুইটি।

পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা ‘ইনজেনুইটি’ নামের এই ড্রোনটি প্রায় এক মিনিট ওড়ানো হয় মঙ্গলের আকাশে। এর আগে নাসার নভোযান ‘পারসিভারেন্স রোভারে’ চড়ে গত ফেব্রুয়ারিতে এটি পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যায়।

ইনজেনুইটির সফল উড্ডয়নের পর প্রকল্পের ব্যবস্থাপক মিমি অং বলেন, আমরা এখন বলতে পারব, মানুষ অন্য গ্রহে উড়োযান উড়িয়েছে।

মঙ্গলে বাতাসের ঘনত্ব পৃথিবীর চেয়ে ৯৯ শতাংশ কম। এরকম প্রতিকূল পরিবেশে হেলিকপ্টারটি তিন মিটার উপরে উঠে কিছুটা ওড়ার পর আবার মঙ্গলের মাটিতে অবতরণ করে।

সফল উড্ডয়নের পর মঙ্গলের মাটিতে নেমে ইনজেনুইটি নিজের ছায়ার ছবি তুলে পৃথিবীতে পাঠালে নাসার নিয়ন্ত্রণকক্ষে সবাই উল্লাসে মেতে ওঠে।

বিশেষ এই উড়োযান দিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে লালগ্রহে। নাসা জানিয়েছে, সফল এই উড্ডয়নের পর ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে মঙ্গলে উড়োযান উড়ানোর ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল পৃথিবীর মানুষ।

সূত্র : বিবিসি

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh