• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাচ্চার এমনই আজব নাম রাখলেন বাবা শুনলে অবাক হবেন আপনিও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ২০:৪৮
Indonesian Man Names Newborn Department Of Statistical Communication
সংগৃহীত

মানুষ এখন তাদের সন্তানদের একটু ব্যতিক্রমী নাম রাখতে চান। এজন্য অনেক বাবা-মাকে বেশ কাঠখোড় পোহাতে হয়। অনেকে আবার সন্তানের নাম সিনেমা, কোনও স্থান, ব্যতিক্রমী বস্তু, কোড, কার্টুনের চরিত্র এবং এলোমেলো সংখ্যাও রাখেন।

কিন্তু ইন্দোনেশিয়ার এক ব্যক্তি নাম ছেলের এমনই নাম রেখেছেন, তা বোধ হয় এর আগে আর কেউ রাখেনি। নিজের আগের কর্মক্ষেত্রে সম্মান দেখাতে গিয়ে তার নাম সেই প্রতিষ্ঠানের নামে রাখেন তিনি। ৩৮ বছর বয়সী স্লামেট ইয়োগা ওয়াউদি তার ছেলের নাম রেখেছেন ‘ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিক্যাল কমিউনিকেশন’।

তার স্ত্রী গর্ভবতী হওয়ার ওয়াউদি তাকে বলেছিলেন যে, ছেলে হলে তিনি নামকরণ করবেন। ওয়াউদির ৩১ বছর বয়সী গর্ভবতী স্ত্রী রিরিন লিন্ডা তুঙ্গাল সারিও তখন তার স্বামীর কথায় রাজি হয়ে গিয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে এই দম্পতি বাবা-মা হন। এরপর স্বামীকে দেয়া কথামতো ছেলের নাম বাছাই করার অনুমতি দেন রিরিন।

নিজের সাবেক কর্মস্থলের প্রতি সম্মান জানাতে ওয়াউদি তার ছেলের নাম রাখেন ‘দিনাস কমিউনিকাসি ইনফর্মাতিকা স্ট্যাটিস্টিক’ যার অনুবাদ করলে দাঁড়ায় ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিক্যাল কমিউনিকেশন। ছেলের এমন অদ্ভুত নামে অবশ্য তার স্ত্রী কিছুই বলেনি। তবে ওয়াউদির বাবা-মাসহ তার পরিচিতজনরা এই নাম নিয়ে আপত্তি তুলেছে।

অবশ্য এ নিয়ে ওয়াউদির তেমন কোনও বিকার নেই। তার ছেলে ধার্মিক হবেন বলেই বিশ্বাস করেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
X
Fresh