• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌদি আরবে বন্যা, প্রচণ্ড গরমের মধ্যেই তুষারপাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১৬:২৬
Heavy rain causes flooding across Saudi Arabia as snow envelops Ha’il, ‘Asir
সংগৃহীত

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি অঞ্চলে বন্যা হয়েছে। এছাড়া হেইল শহর এবং আসির অঞ্চলের কিছু এলাকায় ভারী তুষারপাতও হয়েছে। খবর আল আরাবিয়া নিউজের।

মক্কা, আল-আকিক এবং অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ছবি এবং বন্যা ভিডিও শেয়ার করেছে বহু মানুষ। অনেকে আবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে হেইল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আসির অঞ্চলে তুষারপাতের ছবি শেয়ার করেছে।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সৌদি আরবের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অঞ্চল হেইলের হাররাত বনি রশিদ পার্বত্য এলাকা ভারী তুষারের নিচে ঢাকা পড়েছে।

বেশ কয়েকটি গর্ভনেট এবং আসিরের বেশ কয়েকটি শহরে ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ভারী তুষারপাতও হয়েছে। আবহা, খামিস মুসহেইত, তানুমা এবং আল-নামাস শহরে বৃষ্টিপাত ও তুষারপাত হয়েছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জিজান, আসির, আল-বাহা এবং মক্কাসহ বিভিন্ন এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
সৌদি আরবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ঈদে সৌদিতে টানা ৬ দিনের ছুটি
X
Fresh