• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতের রাজধানী লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ এপ্রিল ২০২১, ১৩:৫৭
ছবি সংগৃহীত।

ভারতে লাফিয়ে লাফিয়ে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। এবার করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপের পথে রাজধানী দিল্লি। সোমবার (১৯ এপ্রিল) রাত থেকে সম্পূর্ণ লকডাউন জারি হতে চলেছে দিল্লিতে।

দিল্লিতে করোনা সংক্রমণ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে সোমবার রাত ১০টা থেকে আগামী সোমবার সকাল ৫টা পর্যন্ত অর্থাৎ ৬ দিন লকডাউন জারি করলো অরবিন্দ কেজরীবাল সরকার।

দিল্লি সরকার জানায়, লকডাউন চলাকালীন সরকারি অফিস, জরুরি পরিষেবা অর্থাৎ খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা চালু থাকবে। বেসরকারি অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া ৫০ জন নিমন্ত্রিত নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে। তবে তার জন্য আলাদাভাবে পাস নিতে হবে।

সূত্র: জি-নিউজ ও আনন্দবাজার পত্রিকা।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
২৪ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh