• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনার প্রকোপ

করোনা আতঙ্ক, আর প্রচার করবেন না মমতা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ এপ্রিল ২০২১, ১৩:২১
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতে করোনা প্রকোপ বেড়েই চলেছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যটিতেও করোনার সংক্রমণ বাড়ছে। এমন অবস্থায় কলকাতায় আর নির্বাচনী প্রচার করবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (১৮ এপ্রিল) রাতে টুইট করে একথাই জানালেন ডেরেক ও'ব্রায়েন। রাত ১১টা ৫৭ মিনিটে নিজের টুইটার হ্যান্ডেলে ডেরেক লিখেছেন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা শহরে আর কোনও নির্বাচনী প্রচার করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি নির্বাচনের প্রচারের শেষ দিন অর্থাৎ ২৬ এপ্রিল শুধুমাত্র একটি প্রতীকী বৈঠক করবেন তিনি।

আরও পড়ুনঃ সংসদীয় মিটিংয়ে নগ্ন হয়ে হাজির এমপি!

ডেরেক আরও জানান, সব জেলায় প্রচারের জন্য কেবল ৩০ মিনিটের সীমা বেঁধে দেয়া হয়েছে।

করোনা পরিস্থিতি বিবেচনায় আগেই নির্বাচনী প্রচার বন্ধ করেছে বামেরা। পঞ্চম দফার আগেই দলের তরফ থেকে জানিয়ে দেয়া হয় যে, বাকি দফাগুলোর ভোটপ্রচারে আর কোনও বড় সভা, মিটিং, মিছিল হবে না। এবার সেই পথেই হাঁটলো ঘাসফুল শিবিরও।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh