• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মিশরে ট্রেন লাইনচ্যুত হয়ে ১১ জন নিহত, আহত ৯৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১০:৪৬
11 dead, 98 injured after train derails near Cairo, RTV
সংগৃহীত

মিশরে ফের ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী কায়রোর উত্তরে কালিউবিয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার পর মিশরের রেল বিভাগ জানায়, ট্রেনটি কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। কি কারণে এমনটি হয়েছে তা জানতে অনুসন্ধান করা হচ্ছে।

আরও পড়ুনঃ ডিবি হেফাজতে মামুনুল হক, আজ তোলা হবে আদালতে

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে। মিশরে বিগত কয়েক মাসে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। গত মাসে দেশটির তাহতা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।

এ ছাড়া চলতি মাসেই কায়রো থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরবর্তী মিনিয়া আল-কামহ্ শহরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন। সূত্র : আল জাজিরা

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh