• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মিলনে বাধা, জোড়া ছোবলে কয়েক মিনিটেই শেষ গৃহবধূ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ১৬:৫৫
Gorakhpur woman sits on mating snakes while on phone-Gets bitten, dies
প্রতীকী ছবি

দুর্ঘটনা কি আর বলে কয়ে আসে। তাও যদি আবার হয় প্রাণঘাতী কোনো দুর্ঘটনা। সেরকমই এক দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

উত্তরপ্রদেশে গোরখপুর জেলার একটি গ্রামের ঘটনা। রাতের বেলা গ্রাম্য বাড়ির ঘরের বিছানায় উঠে সদ্য যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন দুটি বিষাক্ত সাপ। ঠিক সে সময় স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন বাড়ির কত্রী।

কথা বলতে বলতে বসে পড়েন খাটে। তাও আবার শঙ্খলাগা সাপের উপর। মিলনে বাধা আর প্রাণের ভয়ে সঙ্গে সঙ্গে ছোবল বসায় গৃহবধূর শরীরে। জোড়া সাপের ছোবলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই গৃহবধূর নাম গীতা। তার স্বামী জয় সিং থাইল্যান্ড প্রবাসী। বিছানার চাদরের রঙের সঙ্গে মিশে ছিল সাপ দুটি। তাই বুঝতে পারেননি ওই গৃহবধূ।

কথা বলতে বলতেই বিছানায় সাপের উপরেই বসে পড়েন তিনি। ছোবলে কয়েক মিনিটের মধ্যেই জ্ঞান হারিয়ে পড়ে যান।

পরিবারের অন্যান্য সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর, পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা সাপ দুটিকে মেরে ফেলে।

ঘটনাস্থলে ভেটেরিনারি বিশেষজ্ঞরা এসে পৌঁছান। পর্যবেক্ষণ করে তারা জানান, যখন সাপের উপর গীতা দেবী বসে পড়েন তখন বিষাক্ত গোখরা সাপ দুটি সঙ্গমে লিপ্ত ছিল। সূত্র : ইন্ডিয়া টুডে

টিএস/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh