• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যে ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ১৪:৪৫
US, China agree to tackle climate crisis with urgency, RTV
যে ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে চীন

দুই পরাশক্তি চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে রেষারেষি চলে আসছে বহুদিন ধরেই। দেশ দুটি যেন কেউ কাউকে সহ্যই করতে পারে না। এমন দা-কুমড়ো সম্পর্কে থেকেও একাট্টা হচ্ছে দেশ দুটি।

মূলত, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথভাবে কাজ করার পাশাপাশি অন্য দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বিশ্বের এ দুই পরাশক্তি।

চীনের সাংহাইতে দেশটির জলবায়ু দূত শি ঝেনহুয়া এবং মার্কিন জলবায়ু দূত জন কেরির মধ্যে সম্প্রতি কয়েকটি বৈঠকের পর দেশ দু’টির পক্ষ থেকে রোববার (১৮ এপ্রিল) দেয়া যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে কার্বণ নিঃসরণ কমাতে উভয়পক্ষ বিশেষ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছে বলেও জানানো হয়। এর ফলে নানা বিষয়ে উত্তেজনা ও দ্বিমত থাকলেও, জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দেশ একত্রে কাজ করতে সম্মত হলো।

ওয়াশিংটন ও বেইজিংয়ের ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জলবাযু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের সঙ্গে এবং অন্যান্য দেশের সঙ্গে কার্যকর ভাবে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ও তা দ্রুত কার্যকর ভাবে মোকাবিলার প্রয়োজনীয়তা আমাদের উপলব্ধি করতে হবে। সূত্র : আলজাজিরা

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh