• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোর্স করে, পরীক্ষা দিয়ে মাছ ধরার লাইসেন্স নিতে হয় যে দেশে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ১১:০৪
Fishing license in Germany, RTV
প্রতীকী ছবি

শখের বশে কিংবা জীবিকার জন্য যে কারণেই মাছ ধরতে যান না কেন লাইসেন্স লাগবে আপনার। কি অবাক হচ্ছেন এটুকু পড়ে?

শুনতে অবাক লাগলেও জার্মানিতে মাছ ধরতে গেলে লাগে লাইসেন্স। সে লাইসেন্স আবার রীতিমতো কোর্স করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেতে হয়।

এমনিতেই সৌখিন মৎস শিকারি কিংবা জেলে উভয়ের জন্যই মাছ ধরার এক আদর্শ স্থান জার্মানি। দেশটির উত্তরে রয়েছে ‘নর্থ সি’, উত্তরপশ্চিমাঞ্চলে ‘বাল্টিক সি’। এছাড়া বিভিন্ন নদী, লেক কিংবা বন্দরেও মাছ ধরার সুযোগ রয়েছে। তবে মাছ ধরতে নিতে হবে লাইসেন্স।

মাছ ধরার বরশির জন্য লাইসেন্স নিতে জার্মানদের একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই পরীক্ষায় মূলত জার্মানিতে মাছ ধরার আইন সম্পর্কে যেমন কোন আকারের মাছ কোন মৌসুমে ধরা যাবে বা যাবে না বা কোন প্রজাতির মাছ ধরা যাবে, কিংবা মাছ ধরার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আপনার কতটা জ্ঞান আছে তা যাচাই করা হয়।

এই লাইসেন্স পাওয়ার পরীক্ষায় অংশ নেয়ার আগে স্থানীয় মাছ ধরার ক্লাব আয়োজিত প্রস্তুতিমূলক একটি কোর্সও করতে হয় প্রার্থীদের। এই লাইসেন্স আবার নবায়নও করতে হয় নির্দিষ্ট সময় পরপর। কেবল স্থানীয়রাই নয় জার্মানিতে অবস্থানরত অভিবাসী বা পর্যটকরাও মাছ ধরতে চাইলে লাইসেন্স নিতে হয়।

উল্লেখ্য, কেবল জার্মানিতেই নয় আরও অনেকে দেশে মাছ ধরার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। সূত্র : ডয়চে ভেলে

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh