• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রেকর্ড : একদিনেই আড়াই লাখের বেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ১০:২৯
india reports 261500 new covid19 cases, RTV
সংগৃহীত ছবি

প্রতিবেশি ভারতে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণের। দেশটিতে হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

এরই জেরে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আড়াই লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যা একদিনের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ। এছাড়া মৃতের সংখ্যাও হাজার ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের।

এনিয়ে এখনও পর্যন্ত ভারতে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন করোনায় আক্রান্ত হলেন। মৃতের সংখ্যা পৌঁছল ১ লাখ ৭৭ হাজার ১৫০ জনে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪২৩ জন। এখনও পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ লাখ ১ হাজার ৩১৬।

এখনও পর্যন্ত ভারতের মোট ১২ কোটি ২৬ লাখ ২২ হাজার ৫৯০ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও টিকা দেওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু তাতেও সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না।

চলতি বছরের ফেব্রুয়ারির গোড়ার দিকে গোটা ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার জন। দিল্লি থেকে ১০০ থেকে ১৫০ জনের মতো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু তারপরই আচমকা বাড়তে শুরু করে সংক্রমণ। মাস দুয়েকের মধ্যেই তা পৌঁছে যায় দৈনিক ২ লাখে। সূত্র : হিন্দুস্তান টাইমস

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh